মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সভা
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর ২৮তম সভা বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে আজ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় গত ২৭তম বোর্ড সভার সিদ্ধান্তসমূহ, ১৭তম অর্থ-কমিটির সভার সিদ্ধান্তসমূহ, ১৬, ১৭ ও ১৮তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ এবং ১০ম সিন্ডিকেট সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রিটেইক পরীক্ষা পদ্ধতি, শিক্ষকদের জীবন বৃত্তান্ত পর্যালোচনা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যানবাহন ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান, নজিফা খামন চৌধুরী, মুহিতুল বারী রহমান, উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন এবং রেজিস্ট্রার ও সদস্য সচিব মুহাম্মদ ফজলুর রব।
লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ-০৬৯১