গণ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

002সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৮ জানুয়ারি) বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, সঙ্গীত ও নৃত্য বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিদের মনোমুগ্ধকর পরিবেশনায় ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন। বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

 

Post MIddle

প্রতিযোগিতায় বিচারক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ ও ড. ইসরাফিল আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিৎষা বিজ্ঞান অনুষদের ডীন আশরাফ উল করিম খান, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও সঙ্গীত বিভাগের পরিচালক এনায়েত-এ-মওলা জিন্নাহ।

 

লেখাপড়া২৪.কম/গণবি/পিআর/এমএএ-০৬৮৬

পছন্দের আরো পোস্ট