ঢাবি পালি বিভাগের বক্তৃতানুষ্ঠান মঙ্গলবার

DUঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে “অধ্যাপক ড. রবীন্দ্র বিজয় বড়ুয়া তৃতীয় স্মারক বক্তৃতা-২০১৪” অনুষ্ঠিত হবে।

 

বিভাগের চেয়ারপার্সন ও অধ্যাপক ড. রবীন্দ্র বিজয় বড়ুয়া তৃতীয় স্মারক বক্তৃতা’র সভাপতি অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

Post MIddle

বক্তৃতানুষ্ঠানে “পশ্চিমের লেখক-শিল্পীদের ওপর বৌদ্ধধর্ম ও দর্শনের প্রভাব” শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং আলোচক হিসেবে রাষ্ট্রপতির একান্ত সচিব জনাব সম্পদ বড়ুয়া উপস্থিত থাকবেন।#

 

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট