রাবি সায়েন্স ক্লাবের বর্ষ পূর্তি উৎসব

ruচিন্তাশুদ্ধি আর মুক্তমনার মাধ্যমে সামগ্রিক জাগরণ প্রয়োজন। এজন্য বিজ্ঞানের গুরুত্ব অনেক কিন্তু সবচেয়ে বেশি দরকার যথাযথ পরিবেশ। যদি বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে ওঠার যথাযথ পরিবেশ নিশ্চিত করা যায় তবে বাংলাদেশও বিজ্ঞানের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারবে।

 

রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের সম্মেলন কক্ষে সায়েন্স ক্লাবের এক বছর পুর্তি উৎসবে প্রধান বক্তার বক্তবে ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক এসব কথা বলেন।

 

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক আরও বলেন, ‘ধর্ম মানুষকে নিয়ম-শৃঙ্খলার শিক্ষা দেয় আর বিজ্ঞান যুক্তির মাধ্যমে সেই শৃঙ্খলাকে আরও মজবুত করে। মূলত ধর্ম আর বিজ্ঞানের মধ্যে কোন সংঘর্ষ নেই। কারণ দুটোর উদ্দেশ্যই মানব কল্যাণ। অথচ এটার উল্টা ব্যাখ্যার কারণে সমাজে ধর্ম আর বিজ্ঞান নিয়ে এত সংঘর্ষ।’

 

Post MIddle

অরুণ কুমার বসাক আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, ‘মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের যুক্তিবিদ্যা ও সৃজনশীলতার প্রতি জোর দেবার দরকার অথচ এই সময় শিক্ষার্থীরা শুধু মুখস্ত বিদ্যার উপর নির্ভর করে। আর উচ্চশিক্ষায় শিক্ষকেরা শুধু পরিবেশন করবে আর শিক্ষার্থীরা তা গ্রহণ করবে। অথচ সেই যোগ্যতা সব শিক্ষকের নেই তেমনি সব শিক্ষার্থীরা সেরকম পরিপক্ক হয়ে উঠতে পারছে না।’

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক সুলতান-উল-ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা।#

 

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ

পছন্দের আরো পোস্ট