ইবিতে ‘তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ
অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্বদ্যিলয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। “আসুন শীতার্তদের পাশে দাড়ায়” স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যলয়ের টিএসসি চত্বরে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

‘তারুণ্য’র সভাপতি রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব শিফতি খানমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের প্রক্টর ও ‘তারুণ্য’র উপদেষ্টা প্রফেসর ড. মাহবুবর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি ও ‘তারুণ্য’র উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল , প্রফেসর ড. আব্দুল গফুর গাজী।