যুক্তরাজ্যের এডেনবার্গ বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ

Edinburgh-University1যুক্তরাজ্যের বিখ্যাত এডেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অধ্যয়নের জন্য স্কলারশীপ দেয়া হবে। গ্রীনব্যাংক স্কলারশীপ প্রোগামের অধীনে এ স্কলারশীপ দেয়া হবে। কলা ও সামাজিক অনুষদ ভুক্ত যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে। উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আবেদন করার শেষ তারিখ ২ মে, ২০১৬।

 

বৃত্তির বিষয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে মানবিক ও সামাজিক বিজ্ঞান এর যে কোন এক
টি বিষয়ে পড়তে হবে।

 

0_buildings_-_mcewan_hall_graduation_day_037571_1024কোর্স লেভেল: মাস্টার্স অধ্যয়নের জন্য এ বৃত্তি দেয়া হবে ।

 

বৃত্তি প্রদানকারী কর্তৃপক্ষ: এডেনবার্গ বিশ্ববিদ্যালয়

 

যোগ্যতা:

  • আইএলটিএস এ ন্যুনতম স্কোর ৬.৫ থাকতে হবে।
  • শিক্ষাজীবনের কোন ক্ষেত্রে দুই বছরের অধিক বিরতি থাকা চলবে না।
  • সকল ক্ষেত্রে রেজাল্ট কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে ।
  • এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সকল যোগ্যতা

 

বৃত্তির সংখ্যা: চারজন্ শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে ।

 

Post MIddle

বৃত্তির মেয়াদ: এক বছর।

 

বৃত্তির পরিমাণ: বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে মোট ২৫০০ ইউরো আর্থিক সহায়তা দেয়া হবে।

 

নির্বাচন প্রক্রিয়া: সম্পূর্ণ মেধার ভিত্তিতে বৃত্তি দেয়া হবে। প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত শিক্ষার্থীদেরকে পরবর্তী প্রক্রিয়া জানিয়ে দেয়া হবে ।

 

আবেদনের শেষ তারিখ: ২ মে, ২০১৬

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে ।অনলাইন আবেদন ও বৃত্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য নিচের লিংক ব্রাউজ করুন-

http://www.ed.ac.uk/student-funding/pgt-application

 

লেখাপড়া২৪.কম/এমএইচ-৪৭০

পছন্দের আরো পোস্ট