নর্দান ইউনিভার্সিটিতে দারিদ্র নির্মূলকরণ বিষয়ক সেমিনার

IMG_2735আজ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এ ‘দারিদ্র নির্মূলকরণ প্রক্রিয়া’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটি আন্তজার্তিক সেন্টারে বনানী, ঢাকা অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পিরাক প্রদেশের চীফ মিনিস্টার দাতো সেরি ড.জামব্রি আবদুল কাদের । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান বিশ্ববিদ্যালয় টাস্ট্রের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ ।

 

সেমিনারে ড.জামব্রি আবদুল কাদের বলেন, একটা জাতির উন্নতির মূলে রয়েছে জাতীয় ঐক্য। আর জাতীয় ঐক্য থাকলে ঐ জাতিকে কেউ দমিয়ে রাখতে পারে না । সেমিনারে তিঁনি মালয়েশিয়া উন্নয়নের বিভিন্ন সূত্র তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন মেধা আর শ্রমের সম্ময়ে এ জাতি উন্নতি শিখরে পৌঁছবে। ড. আবু ইউসুফ মোঃ আব্দুল­াহ বলেন, আমরা দারিদ্র নির্মূলকরণে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি । আমাদের এ যাত্রা অব্যাহত থাকলে খুব বেশী সময লাগবেনা দারিদ্র কে জয় করতে।

 

Post MIddle

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, সাবেক উপাচার্য প্রফেসর ড. শামছুল হক , নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার লে.কর্ণেল (অবঃ) একতেদার আহমদ সিদ্দিকী, ট্রেজারার মো: আনোয়ার হোসাইন , গর্ভনেন্স এন্ড পাবলিক পলিসি ডিপার্টমেন্ট এর হেড প্রফেসর ড. কাজী সাহাদাত কবীর ।

 

সেমিনার শেষে প্রধান অতিথি মালয়েশিয়ার পিরাক প্রদেশের চীফ মিনিস্টার দাতো সেরি ড.জামব্রি আবদুল কাদের কে ধন্যবাদ জানান নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম।

 

লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ-০৬৮০

পছন্দের আরো পোস্ট