জাবি স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

JU VC inaugurating JU School & College annual sportsজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন সার্বক্ষণিক ক্রীড়া কমিটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল জলিল ভূঞা। বিকেলে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

Post MIddle

প্রতিযোগিতায় বালক উচ্চ গ্রুপে গোলাম রাব্বি, বড় গ্রুপে সাজিদুল হক, মধ্যম গ্রুপে রাকিব আল হাসান, বালিকা উচ্চ গ্রুপে আমেনা আক্তার, বড় গ্রুপে উম্মে হাবিবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলগতভাবে নীলোৎপল হাউজ চ্যাম্পিয়ন এবং শ্যাম বনানী হাইজ রানার আপ হয়।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০৬৭৯

পছন্দের আরো পোস্ট