রাবিতে কফি শপের ভিত্তিপ্রস্ড়র স্থাপন

RU Pic 16.01.2016 (1)রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ‘কফি শপ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন চত্বরে এই কফি শপের ভিত্তিপ্রস্ড়র স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্ড়াজুল হক, প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

প্রায় ২ হাজার বর্গফুট পরিমিত ফ্লোর স্পেসের দ্বিতল বিশিষ্ট এই কফি শপে একসাথে প্রায় ৫০ জনের বসার ব্যবস্থা থাকবে।

 

লেখাপড়া২৪.কম/রাবি/পিআর/এমএএ-০৬৬১

পছন্দের আরো পোস্ট