রাবির আইবিএ ভবন উদ্বোধন

RU Pic 16.01.2016আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-র নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পূর্ব এলাকায় নির্মিত এই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমদ।

 

সেখানে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্ড়াজুল হক, ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মু. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, ইনস্টিটিউটের সাবেক পরিচালক, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

ভবন উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রফেসর মহসিন-উল ইসলাম। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আমজাদ হোসেন, ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর অভিনয় চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

 

প্রায় ১০ বিঘা জায়গা জুড়ে আইবিএ কমপে­ক্সের ৬ তলা বিশিষ্ট একাডেমিক-কাম-প্রশাসন ভবন নির্মাণের প্রথম পর্যায়ে তিনতলা নির্মাণ করা হয়েছে। এর প্রতি তলায় প্রায় ১১ হাজার বর্গফুট ফ্লোর স্পেস আছে। এতে প্রায় ৭.৯২ কোটি টাকা ব্যয় হয়। কমপে­ক্সে ৬ তলা বিশিষ্ট লিফটযুক্ত একাডেমিক-কাম-প্রশাসন ভবন ছাড়াও হোস্টেল, আবাসিক ভবন, ক্যাফেটরিয়া ইত্যাদিসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধাদির ব্যবস্থা আছে।

 

লেখাপড়া২৪.কম/রাবি/পিআর/এমএএ-০৬৫৯

পছন্দের আরো পোস্ট