
ইবি সাংবাদিক সমিতির নিবার্চন শনিবার
আগামীকাল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নিবার্চন ২০১৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন। এছাড়া সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রধান গোলাম সাকলায়েন এবং ইবিসাসের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির।

পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি, সকল শিক্ষক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ এক প্রীতি ভোজ অনুষ্ঠিত হবে।এব্যাপারে ইবিসাসের সভাপতি ইমামুল হাসান আদনান বলেন, ইবি সাংবাদিক সমিতির ঐতিহ্য অনুয়ায়ী নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।