নৌবাহিনী মেডিকেল সহকারীদের প্রশিক্ষণ সিভাসুতে
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল সহকারীদের নয় দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। “হাইজিন অব এনিম্যাল অরিজিন ফুড এণ্ড ফুড সেফ্টি” শীর্ষক প্রশিক্ষণ কোর্সে নৌবাহিনীর ১০জন মেডিকেল সহকারী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি) এ প্রশিক্ষণের আয়োজন করে। গত ৩ জানুয়ারি ২০১৬ প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়।
বৃহস্পতিবার (১৪জানুয়ারি) সকালে কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণনার্থীদের নামে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। পিআরটিসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরণের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, পশুপাখির মাধ্যমে মানুষে ছড়িয়ে পড়া রোগ সম্পর্কে সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস বলেন, এ বিশ্ববিদ্যালয় পিআরটিসির ব্যবস্থাপনায় প্রশিক্ষণের মাধ্যমে ডেয়রি-পোল্ট্রি পেশাজীবী এবং স্বাস্থ্যকর্মীদের সচেতন করার দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ-০৬৫৮