বিসিএস এর ফল প্রকাশ

PSC+Building.৩৫তম বিসিএস ২০১৪এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)

Post MIddle

বুধবার বিকেলে বিপিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৮৮ জন

বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নেছার উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদ মাধ্যমে জানানো হবে।’ এছাড়া টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 35 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর মার্চ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে

প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজারের বেশি সরকারি চাকরিপ্রত্যাশী অংশ নেন লিখিত পরীক্ষায়, যা গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়

পিএসসি জানিয়েছে, প্রয়োজনীয় সনদ নথি জমা না দেওয়ায় ৭৩ জন প্রার্থীর লিখিত পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে। ২৫ জানুয়ারির মধ্যে সত্যায়িত সনদ নথি না দিলে তাদের ফল বাতিল হবে

৩৪তম বিসিএসে কারিগরি পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। কোটার বিপরীতে কারিগরি পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে বিসিএসেও কোটা শিথিল থাকবে।#

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট