ইউজিসির সাথে সাদার্ন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর
কোয়ালিটি এসিউরেন্স মেকানিজম প্রতিষ্ঠার লক্ষ্যে যে সাদার্ন ইউনিভার্সিটির সঙ্গে পারফরমেন্স চুক্তি স্বক্ষর করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ রাউন্ড-৩)) আওতায় কোলাবেরশন প্রতিষ্ঠায় এ চুক্তি স্বক্ষরিত হয়।
গতকাল মঙ্গলবার ইউজিসি অডিটোরিয়ামে এ চুক্তি স্বক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিপত্রে স্বক্ষর করেন ইউজিসির সচিব ড. মো. খালেদ, সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান ও প্রজেক্ট পরিচালক প্রফেসর ড. নুরুল মোস্তফা। চুক্তিতে প্রকল্পের মোট আটটি সেক্টরের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়।
উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও প্রফেসর ড. দিল আফরোজা বেগম এবং ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
লেখাপড়া২৪.কম/ইউজিসি/পিআর/এমএএ-০৬৩৮