খুবিতে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

kuআজ (১২ জানুয়ারি) মঙ্গলবার দ্বিতীয় দিনেও খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে সকাল ১১টা থেকে বেলা ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রæতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

 

Post MIddle

সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ সারওয়ার জাহান। গতকাল খুবির শিক্ষক সমিতির জরুরী সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ থেকে শিক্ষকবৃন্দ সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত রয়েছে। কর্মসূচিতে সমিতির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৬২৭

পছন্দের আরো পোস্ট