মানারাত ভার্সিটির নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১২ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের সেমিনার কক্ষে এলএলবি, সিএসই, ইইই ও জার্নালিজম বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশিষ্ট ফার্মাসিস্ট প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. ইকরাম আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম কোরবান আলী ও ইউনিভার্সিটি অব টেকনোলজি মালয়েশিয়ার প্রফেসর আবু বকর আবদুল হামিদ।
এতে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার আবুল বাশার খান, আইন বিভাগের প্রধান মঈনুদ্দিন ইসলাম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম, লাইব্রেরিয়ান ড. হারুন-অর-রশিদ, অ্যাকাউন্টস ও ফাইন্যান্সের ডাইরেক্টর ইনচার্জ জসিম উদ্দিন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের উপপরিচালক ও ইনচার্জ আবদুল মতিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ভিসি চৌধুরী মাহমুদ হাসান নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি দুর্নীতি ও শোষণমুক্ত জাতি গড়তে অঙ্গিকারবদ্ধ থাকার আহবান জানান। পাবলিক রিলেশন্স অফিসার রফিকুল ইসলাম রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/মতিন/এমএএ-০৬৩২