ইস্ট ওয়েস্ট এ মানব উন্নয়ণ বিষয়ক সেমিনার
জাতিসংঘের সংস্থা ইউএনডিপি’র ২০১৫ সালের মানব উন্নয়ণ সূচকের ওপর ভিত্তি করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র গতকাল (১২ জানুয়ারি) মঙ্গলবার এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি’র মানব উন্নয়ন প্রতিবেদন বিষয়ক কার্য্যালয়ের পরিচালক ড. সেলিম জাহান। তিনি বলেন, একুশ শতকের মানব উন্নয়ণ সূচকে বাংলাদেশের অগ্রযাত্রা প্রতিবেশীদের তুলনায় বেশ ভাল। তবে, টেকসই কাজ, নারীর প্রতি বৈষম্যহীন কর্মপরিবেশ এবং মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়া বিষয়গুলোতে এখন বাংলাদেশকে আরো গুরুত্ব দিতে হবে। এতে এদেশের মানুষের কাজের ক্ষমতা বাড়বে ও জীবন যাত্রার মানের উন্নতি হবে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র (সিআরটি)’র চেয়ারপার্সন ও ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ড. রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্ত্বে, সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ-০৬৩৬