শিক্ষকদের কর্মবিরতিতে অচল ইবি

IUশিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণ ও বৈষম্যমূলক কাঠামো প্রত্যাখান এবং পুন:নির্ধারনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে ইবি শিক্ষক সমিতি।

 

সোমবার বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোন বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ও প্রশাসনিক কর্মকান্ড সাভাবিক ভাবে চললেও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

 

Post MIddle

শিক্ষকরা ক্যাম্পাসে আসলেও তারা কোন ক্লাস-পরীক্ষায় অংশ নেননি বলে জানা গেছে। এদিকে শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যহত থাকার ঘোষনা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্যাহ।

 

লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/এমএএ-০৬২২

পছন্দের আরো পোস্ট