বাকৃবি শিক্ষকদের কর্মবিরতি

বাকৃবি / BAUঅষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও পদোন্নতিতে বৈষম্যের প্রতিবাদে লাগাতার ধর্মঘট পালন করছেন ময়মনসিংহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

 

সোমবার সকাল থেকেই শিক্ষকরা ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কাজকর্ম বন্ধ রেখেছেন।

 

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাযকর্ম বন্ধ রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

 

শীতকালীন ছুটি হলেও একই দাবিতে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এ কর্মসূচি পালন করছেন বলে জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানা। একই দাবিতে ময়মনসিংহ সরকারি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষকরাও দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করছেন।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট