ড্যাফোডিলে কার্ডিফ ইউনিভার্সিটির প্রতিনিধি
১০ জানুয়ারি দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ) পরিদর্শন করেন যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিনিধি মি. লয়েড পাওয়েল, হেড অব কোলাবরেটিভ প্রভিশন। দিনব্যবাপী পরিদর্শনকালে তিনি পর্যায়ক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের সাথে আলাদাভাবে বৈঠক করেন এবং ডিআইএ’র অবকাঠামো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান, ডিআইএ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন কোর্স চালু ও মান সম্মত শিক্ষা প্রদানের বিষয়টি পরীক্ষা করাই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য। তিনি ডিআইএ’র বিভিন্ন অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং লাইব্রেরী ও অবকাঠামো উন্নয়নে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দেন।
লেখাপড়া২৪.কম/ডিআইএ/পিআর/এমএএ-০৬১৯