পদত্যাগ করলেন ইবির প্রো-ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প্রফেসর ড. শাহিনুর রহমান। রবিবার শিক্ষা সচিব বরাবর ফ্যাক্সযোগে তিনি এ পদত্যাগ পত্র পাঠান। বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রো-ভিসি পদ থেকে নিজের পদত্যাগ পত্র শিক্ষা সচিব বরাবর ফ্যাক্সযোগে পাঠান প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। পদত্যাগ পত্রের একটি অনুলিপি বেলা ১১টার দিকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের কাছে পৌছে। এছাড়া শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সভাপতি বরাবর পদত্যাগ পত্রের অনুলিপি পাঠিয়েছেন বলে জানা গেছে।
প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বলেন-‘ব্যক্তিগত কারণে আমি প্রো-ভিসির পদ থেকে পদত্যাগ করেছি। পরিবার ও বিভাগের শিক্ষার্থীদের সময় দেয়ার জন্যই আমার এই সিদ্ধান্ত।’
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন-‘ড. শাহিনুর রহমানের পদত্যাগ পত্রের একটি অনুলিপি আমি পেয়েছি। সরকার এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন।’
লেখাপড়া২৪.কম/নবীন/এমএএ-০৬০৭