ঢাবি ফজিলাতুন্নেছা মুজিব হলে অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা
আজ (১০ জানুয়ারি) রবিবার অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পঞ্চদশ বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান। হলের পঞ্চদশ বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন শাম্মী আক্তার ও তানজীনা তানিন। রানার্স আপ হয়েছেন মোসাম্মত লাবনী বেগম।
উল্লেখ্য, আজ সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পঞ্চদশ বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার মাধ্যমে ‘হল বার্ষিক অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১৫-১৬’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।