জাবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপিত

RU Pic 10.01.2016আজ (১০ জানুয়ারি) রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্যাপন করা হয়। এদিন সকাল ১১টায় একটি র‌্যালি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যায়। সেখানে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্ড়বক অর্পণ করেন। এরপর তাঁরা এক মিনিট নীরবতা পালনসহ বঙ্গবন্ধুর র“হের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। সেখানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষ ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

দিবসটির স্মরণে রাবি প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এবং আওয়ামী কর্মকর্তা-কর্মচারী পরিষদও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্ড়বক অর্পণ করে।

 

লেখাপড়া২৪.কম/জাবি/স্বর্ণা/এমএএ-০৬০৯

পছন্দের আরো পোস্ট