কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’। রবিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কাজী কামাল উদ্দিনের উপস্থাপনায় ও সভাপতি মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো ঃ আলী আশরাফ।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি চেতনা। সদ্য সমাপ্ত মুক্তি সংগ্রামের পর তিনি দেশে ফিরে এসেছিলেন বলেই যুদ্ধ বিধ্বস্ত এ ভূখন্ড নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলো। আজকের বাংলাদেশ শেখ মুজিবকে শ্রদ্ধার সাথে স্বরণ করছে। আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা দেশবাসীকে সঠিক পথ দেখতে সহায়তা করবে।’
দেশ জুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান দাবির বিষয়ে বঙ্গবন্ধু কন্যা সঠিক সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের আরও বেশি সম্মানিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি মনে করেন, ‘শিক্ষকদের বিষয় নিয়ে একটি ধোঁয়াশা তৈরী হয়েছে। আশা করি দু পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষ এর একটি সুষ্ঠু সমাধান হবে। যারা শিক্ষকদের নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেন তাদের শুভবুদ্ধির উদয় হবে। শিক্ষকদের দাবির বিষয় পর্যালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের আরও বেশি সম্মানিত করবেন বলে আশা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মেহেদী হাসান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ এন এম রবিউল আউয়াল চৌধুরীসহ ‘বঙ্গবন্ধু পরিষদ’র অন্যান্য নেতৃবৃন্দ।
লেখাপড়া২৪.কম/কুবি/রাসেল/এমএএ-০৬১৫