জাবিতে সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ তাদের দ্বিতীয় পুনর্মিলনী উৎসবে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। গতকাল সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে উপাচার্য এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভাগের অবসরপাপ্ত শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়।
এরআগে সকাল দশটায় উপাচার্য প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির পর আড্ডা, ফানি গেম, স্মৃতিচারণ, র্যালে ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০৫৮৯