আয়োজিত হল সঞ্চালনের শীত বস্ত্র বিতরন কর্মসূচী
শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন “সঞ্চালন” প্রতিবারের মত এবারো অসহায় ও গরীব শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করল। এবার সঞ্চালন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের গরীব শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে। প্রায় আড়াইশত অসহায় গরীব খেটে খাওয়া শীতার্তদের মধ্যে পাঁচশত শীতবস্ত্র বিতরণ করে। এছাড়াও বৃদ্ধ অক্ষম গরীব পঞ্চাশজন শীতার্তদের নতুন কম্বল দেওয়া হয়।
সঞ্চালন আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শমসেরনগর ইউপি চেয়ারম্যান জনাব জুয়েল আহমেদ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারন-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সাজিদুর রহমান সাজু ও সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির সভাপতি জনাব ফরহাদ আহমদ ও সাধারন-সম্পাদক আতিয়ার রহমান সহ কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচীর উদ্ধোদন করেন শমসেরনগর ইউপি চেয়ারম্যান। কর্মসূচীর শুরুতে এক বক্তৃতায় ইউপি চেয়ারম্যান সঞ্চালনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কাজে সকল প্রকার সাহায্য করার ইচ্ছা পোষণ করেন। এরপর এক বিশেষ বক্তৃতায় সঞ্চালনের সভাপতি ফরহাদ আহমদ আর্ত-মানবতার সেবায় নিজের সংগঠনের পূর্বের কাজগুলোর বিবরণ ও ভবিষ্যতে আরও এধরনের কাজগুলো করার আশা ব্যক্ত করেন।
লেখাপড়া২৪.কম/শাবিপ্রবি/পিআর/এমএএ-০৫৯২