১০ জানুয়ারি ১ম বর্ষ স্নাতকের মেধা তালিকা

nationalজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তির ১ম মেধা তালিকা ১০ জানুয়ারি ২০১৬ তারিখে প্রকাশ করা হবে।

 

Post MIddle

উক্ত ফল বিকাল ৪ টা থেকে স্নাতক পাস এর জন্য এসএমএস এর মাধ্যমে nu<space>atdg<space>roll no লিখে এবং সম্মান প্রফেশনাল কোর্সের জন্য nu<space>athp<space>roll no লিখে ১৬২২২ নাম্বারে সেন্ড করে ফল পাওয়া যাবে এবং একইদিন রাত ৯ টা থেকে ওয়েবসাইটেwww.nu.edu.bd/admissions অথবা  admissions.nu.edu.bd ফল জানা যাবে।

 

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions তে দেয়া আছে।

পছন্দের আরো পোস্ট