ঢাবিতে ইন্ডিয়ানা নটরডেম ইউনিভার্সিটির প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা নটর ডেম ইউনিভার্সিটির অধ্যাপক ড. আর স্কট অ্যাপলেবাই-এর নেতৃত্বে ৭-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল (৬ জানুয়ারি ২০১৬) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন,অধ্যাপক সারা সিভার্স, অধ্যাপক হেল কালবাটসন, অধ্যাপক এ্যাডওয়ার্ড টেড বিটি, মাইকেল টালবট, মাইকেল জিম এবং বারবারা লকউড। এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেনজামিন কস্তা।