প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেলেন ইবি’র ৪ শিক্ষার্থী

IMG_9135প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ জন মেধাবী শিক্ষার্থী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পদক বিতরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এ স্বর্ণপদক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২০১১ সালের ৭৪ জন এবং ২০১২ সালের ৯২ জন মেধাবী শিক্ষার্থীকে এ পদক প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ প্রধনমন্ত্রী স্বর্ণপদক গ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের মোঃ আব্দুল গফ্ফার, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মোঃ সাইফুল্লাহ্, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নাজনীন আক্তার এবং ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শেখ দবির হোসেন।

Post MIddle

IMG_9131

উক্ত অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট