জাবিতে তিনদিনব্যাপী আন্ত:ক্লাব বিতর্ক শুরু

DSC00296জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দ্রোহের প্রদীপ জ্বলে উঠুক সকল মানস মন্দিরে’ এ স্লোগানে ‘ডিবেটিং সোসাইটি অব ইনোমিক্স’র (ডিএসই) আয়োজনে তিনদিন ব্যাপী ৫ম আন্ত:ক্লাব ডিবেট প্রতিযোগিতা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার সাড়ে ৩টায় সাংবাদিক সমিতির কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর ন্যায় এবারো আমরা বিভাগের পক্ষ থেকে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে দেশের নামকরা ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করবেন। এবার বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতি, গনতন্ত্র, রাজনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।

 

Post MIddle

ফাইনাল পর্বটি অনুষ্ঠিত হবে সেলিম আল দীন মুক্তমঞ্চে। এতে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটি অব ইনোমিক্সের সভাপতি ইশরাত শারমিন, কেন্দ্রীয় সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মুশফিক-উস-সালেহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট