চুয়েটে অনুষ্ঠিত হচ্ছে রোবট দৌড় প্রতিযোগিতা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আগামীকাল (৮ জানুয়ারি) শুক্রবার অনুষ্ঠিত হবে রোবট দৌড় প্রতিযোগিতা। চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ভবনে রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন ( আরএমএ) এই প্রতিযোগিতার আয়োজন করছে। দিনব্যাপী প্রতিযোগিতার শিরোণাম ‘‘ RMA ROBORACE 2015-ROBOMAFIA ’’ । সকাল ৯টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১টি টিম অংশ নিচ্ছে।
উল্লেখ্য, এর আগে চুয়েট রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন ২০১১ ও ২০১৩ সালে রোবট দৌড় এবং টেক কার্নিভাল সফলভাবে আয়োজন করে।
লেখাপড়া২৪.কম/চুয়েট/পিআর/এমএএ-০৫৮২