খুবির জীববিজ্ঞান স্কুলের সার্টিফিকেট বিতরণ
আজ (৭ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় ২ নম্বর একাডেমিক ভবনস্থ জীববিজ্ঞান স্কুলের ডিনের কনফারেন্স রুমে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত ইউএসএইড অর্থায়িত ফারমার টু ফারমার প্রোগ্রামের সহযোগিতায় ‘‘স্ট্রেনদেনিং পিডাগোজিক্যাল স্কিলস অব ইয়ং টিচার’’ শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনীতে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল(আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশন এর সিনিয়র লেকচারার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ড. ডেনিশ এটন, এশিয়া ফারমার টু ফারমার প্রোগ্রামের সহকারী কান্ট্রি ডিরেক্টর ড. এস এম সামসুর রহমান। অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে প্রফেসর এ কে ফজলুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ সময় এ ওয়ার্কশপে অংশগ্রহণকারী জীববিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের ২১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৫৮৩