
ইবির বিশেষ কোটায় ভর্তির মৌখিক পরীক্ষা ৯ ও ১০ জানুয়ারী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিশেষ কোটায় মৌখিক পরীক্ষা সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোর্ষিত সময় সূচি অনুযায়ী আগামী ৯ জানুয়ারী সকাল ১০টা হতে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের মৌখিক পরীক্ষা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলায় বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান এর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার দিন মুক্তিযোদ্ধা কোটার স্বপক্ষে যাবতীয় কাগজপত্র সংগে আনতে হবে।
এছাড়াও উপজাতি/ ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী/ হরিজন, দলীত, অন্ত্যজ ও শাররীক প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের মৌখিক পরীক্ষা ১০ জানুয়ারী সকাল ১০টা হতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলায় বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান এর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার দিন কোটার স্বপক্ষে যাবতীয় মূল সনদ সংগে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd-এ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
লেখাপড়া২৪.কম/ইবি/পিআর/এমএএ-০৫৮৬