রাশিয়ার দুই ভার্সিটির সাথে সাদার্নের এমওইউ স্বাক্ষর
পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও গুণগত শিক্ষার সুনিশ্চিতকরণের লক্ষ্যে রাশিয়ার দুইটি নামকরা ইউনিভার্সিটির সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং( এমওইউ) স্বাক্ষর করেছে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সম্প্রতি মসকো স্ট্যাট লিংগুইস্টিক ইউনিভার্সটি, রাশিয়া ও ইউরাল ফেডারেল ইউনিভার্সিটি, রাশিয়া এ দুটি ইউনিভার্সিটির সাথে চুক্তি স্বাক্ষর করেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিনিধিরা জানান, সাদার্ন ইউনিভার্সিটি ও রাশিয়ার এই দুটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এডুকেশন এক্সচেঞ্জের আওতায় উচ্চতর ডিগ্রি মাস্টার্স, এম.ফিল ও পিইচডি করার সুযোগ পাবে। এছাড়াও বিভিন্ন কর্মশালা, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ,যৌথ গবেষণা, শিক্ষকসহ মেধাবীদের বৃত্তির মাধ্যমে উচ্চতর শিক্ষার সুযোগ, সৃষ্টিশীল উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিগত নানা সুবিধা ।
এ ব্যাপারে সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, এই চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে আন্তর্জাতিক পরিম-লে সাদার্ন ইউনিভার্সিটি আরও এক ধাপ এগিয়ে গেল। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে এই ধরনের শিক্ষা বিনিময় প্রক্রিয়া ফলপ্রসূ বলে জানান তিনি। মেধা ও সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে বর্হিবিশ্বের সামনে তুলে ধরার নতুন ক্ষেত্র সৃষ্টি হলো সাদার্ন শিক্ষার্থীদের জন্য। সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনাম ছড়িয়ে দেবে এটাই প্রত্যাশা করছি।