ঢাবিতে বোস লেকচার বৃহস্পতিবার
বিশ্ববরেণ্য বিজ্ঞানী অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস-এর উদ্যোগে আগামীকাল ৭ জানুয়ারি ২০১৬ বৃহস্পতিবার বিকেল ৩:০০টায় বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ‘বোস লেকচার ২০১৬’ অনুষ্ঠিত হবে।
বোস সেন্টারের পরিচালক অধ্যাপক শামীমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ ইব্রাহীম।