বিজিএমইএ ইউনিভার্সিটিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
“মাদক কে না বলুন খেলাধুলার সাথে থাকুন” এই স্লোগনকে সামনে রেখে বিইউএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাব এবং ১৩১ ব্যাচ উত্তরা ১৩ নাম্বর সেক্টর খেলার মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির উপ-উপাচার্য প্রফেসর ড ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এছাড়া উপস্থিত ছিলেন বিইউএফটির অ্যাপারেল ডিপার্টমেন্ট প্রধান কাজী শামসুর রহমান, বিইউএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওবাইদুল্লাহ, বিইউএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাব কমিটির মেম্বার সেক্রেটারি আনোয়ার কামা্ল এবং বিইউএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাব কমিটির মেম্বার মাহবুবুল আলম মুন্না।

বিইউএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান তার উদ্বোধনী বক্তব্যে বলেন “তরুণ প্রজন্মকে সুস্থ এবং সুন্দর মানসিকতাই জাগ্রত করার লক্ষে আমাদের এই আয়োজন”। এছাড়া বিইউএফটির উপ-উপাচার্য তার প্রধান অতিথির বক্তব্যে বলেন “আমাদের শিক্ষার্থীর মানসিক বিকাশে আমরা সবসময় সজাগ এবং আমরা সবসময় এই ধরনের আয়োজন কে সাজ্ঞত জানাই, এছাড়াও তিনি ১৩১ এর আয়োজকদের এই সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।#
লেখাপড়া২৪.কম/বিজিএমইএ/প্রেবি/আরএইচ