পটুয়াখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছাএলীগের ৬৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী পলিটেকনিকক ইন্সটিটিউট থেকে পলিটেকনিক ছাএলীগ শাখার সভাপতি মোঃ ছাইদুর রহমান জয় এর এবং সাধারন সম্পাদক আবির মাহমুদ নিপুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী পি টি এস মাঠে এসে মিলিত হয়।সেখানে বাংলাদেশ ছাত্রলীগের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় তারা পরস্পর ছাত্রদের মাঝে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য নতুন নেতৃত্ব তৈরী করে ভবিষ্যত বাংলাদেশ গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।তারা আরও বলেন বাংলাদেশের ছাত্র রাজনিতীকে বঙ্গবন্ধুর স্বপ্নের রাজনৈতিক দল ছাত্রলীগ আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গিকার করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃনাসির হাওলাদার ও সাধারন সম্পাদক রাশেদ খান, পটুয়াখালী পলিটেকনিক এর সভাপতি সাইদুর রহমান জয় ও সাধারন সম্পাদক আবির মাহমুদ নিপু।এছাড়াও পটুয়াখালী জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
লেখাপড়া২৪.কম/আরএইচ