ঢাবি সাংবাদিক সমিতির পুনর্মিলনী ২৬ ফেব্রুয়ারি
আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সংগঠনের সাবেক সদস্যদের কাছে নিবন্ধনের আহ্বান করা হয়েছে। নিবন্ধনের শেষ সময় ২৫ জানুয়ারি ২০১৬। নিবন্ধন ফি হিসেবে সাবেক সদস্যদের পরিবারের সবার জন্য ২ হাজার টাকা বিকাশ (নম্বর: ০১৭৬৬৪৮৮২৪২ ও ০১৯৪২১৫৯৪৪২) করে সাংবাদিক সমিতির ওয়েবসাইটে (www.dujabd.org) গিয়ে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানের সরণিকার জন্য লেখা পাঠানো যাবে (dujabd85@gmail.com) এই ঠিকানায়। লেখা ও বিজ্ঞাপন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০১৫।
সার্বিক যোগাযোগ: সভাপতি: ০১৯১১০৯২৭৯৬ ও সাধারণ সম্পাদক: ০১৭৪২০৭৩২৬৬ নম্বরে।#
লেখাপড়া২৪.কম/ঢাবিসাস/প্রেবি/আরএইচ