ঢাবিতে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনের নতুন ল্যাবরেটরি

ppppআজ (৫ জানুয়ারি) মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ‘ইমদাদ-সিতারা খান (ISK) ফাউন্ডেশন’ এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে নব-নির্মিত আধুনিক ল্যাবরেটরি ‘ড. ইমদাদ খান ভিএলএসআই ডিজাইন ল্যাব (Dr. Imdad Khan VLSI Dsign Lab)’ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

Post MIddle

এ সময় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড.এ এইচ এম আসাদুল হকসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০৫৬২

পছন্দের আরো পোস্ট