খুবির জীববিজ্ঞান স্কুলে ওয়ার্কশপ

kuআজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ২ নম্বর একাডেমিক ভবন ডিনের কনফারেন্স রুমে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত ইউএসএইড ফান্ডেড ফারমার টু ফারমার প্রোগ্রামের সহযোগিতায় ‘‘স্ট্রেনদেনিং পিডাগোজিক্যাল স্কিলস অব ইয়ং টিচার’’ শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু হয়। জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ওয়ার্কশপের উদ্বোধন করেন।

 

Post MIddle

ওয়ার্কশপে স্পীকার হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি ও ডিপার্টমেন্ট অব এডুকেশন এর সিনিয়র লেকচারার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ড. ডেনিশ এটন। এ সময় জীববিজ্ঞান স্কুলের সকল ডিসিপ্লিন প্রধানগণ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে জীববিজ্ঞান স্কুলের অধীনে বিভিন্ন ডিসিপ্লিনের ২১ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

 

লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৫৬৫

পছন্দের আরো পোস্ট