যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার প্রস্তুতি বিষয়ক সেমিনার চুয়েটে

picsচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘‘ প্রিপারেশন অব ডুয়িং পোস্ট গ্রাজুয়েট স্টাডি ইন ইউএসএ এন্ড স্টেট অব ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইন ইউএসএ’’ শীর্ষক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়।

 

যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম, আনওয়ারুল হক, উক্ত বিভাগের অধ্যাপক এবং চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. বাবা রঞ্জন সরকার।

 

Post MIddle

ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক। সঞ্চালনায় ছিলেন যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক জনাব মেহেদী মাসুদ তালুকদার।#

 

 

লেখাপড়া২৪.কম/চুয়েট/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট