ভূমিকম্পে রাবি কর্মচারী নিহত

RUভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রধান বাবুর্চি হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। বরিববার সকাল ৫টা ৭ মিনিটের দিকে রিক্টার স্কেলে ৬.৭ মাত্রার ভূমিকম্পের কিছুক্ষণ পরবিশ্ববিদ্যালয় সংগলগ্ন মেহেরচন্ডী এলাকায় ওই কর্মচারী নিহত হন।

 

মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘ভূমিকম্পের সময় ওই বাবুচি বাসা থেকে বাহিরে বের হন। এর কয়েক মিনিট পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান।’

 

Post MIddle

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান বলেন, হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান (৬০) পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায় থাকতেন। তার গ্রামের বাসা কুমিল্লা জেলায়। সকালে ভূমিকম্পের সময় তিনি মেহেরচন্ডীর বাসা থেকে ভয়ে বাহিরে চলে আসেন। বাহিরে আসার কয়েক মিনিটের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খবর পাওয়ার পর তাকে দেখতে বঙ্গবন্ধু হলের সেকশন কর্মকর্তা মাইনুল হাসান দুলাল মেহেরচন্ডীর বাসায় গেছেন বলেও জানান তিনি। #

 

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ

পছন্দের আরো পোস্ট