বাকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয়ে কেক কাটা হয়।
জানা যায়, ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়স্থ ছাত্রলীগ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ়্য একটি র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, প্রক্টর কেক কাটা ড. এ.কে.এম জাকির হোসেন, শাখা ছাত্রলীগের নেতা মো. রুবেল মিয়া, এস.এম রায়হান, আরিফ মাহমুদ, তায়েফুর রহমান রিয়াদ, নূরে আলম তপন, ফয়সাল ইসলাম জয় প্রমুখ।
লেখাপড়া২৪.কম/বাকৃবি/পিআর/এমএএ-০৫৫৭