উত্তরা ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন মঙ্গলবার
মঙ্গলবার (৫ জানুয়ারি ২০১৬) বিকাল ৩ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভার্সিটির চ্যান্সেলর আবদুল হামিদ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে সানুগ্রহ মনোনয়ন প্রদান করেছেন।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে সমাবর্তন বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

মেধাবী শিক্ষার্থীদের সনদ ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে বিকেল ৪.৩০ থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৭.৩০ মিনিট পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিশেষ অতিথি বরেণ্য কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন গ্র্যাজুয়েটদের উদ্দেশে কথা বলবেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে।#
লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ