ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার সকাল ১১ টার দিকে দলীয় টেন্টে জন্মদিনের কেক কাটেন নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।
এসময় প্রোভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্রউপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. জাহাঙ্গির হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, তৌকির মাহফুজ মাসুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/এমএএ-০৫৫৫