‘শেকৃবি কৃষি অনুষদকে সেশনজটমুক্ত করতে চাই’

SAMSUNG CAMERA PICTURES

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। ১ জানুয়ারি থেকে তিনি নবম ডিন আজিজুর রহমান মজুমদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

 

Post MIddle

রোববার সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এ অনুষদের প্রত্যেক ব্যাচেই প্রায় সাত-আট মাস সেশন জট রয়েছে। তবে অনুষদের শিক্ষক ও শিক্ষার্থিদের সহায়তা পেলে প্রতি সেমিস্টারে ক্লাস-পরীক্ষা নিয়মিত অনুষ্ঠানের মাধ্যমে সেশন জট কমানো যাবে। এ লক্ষ্যে কিছুদিনের মধ্যেই সমন্বিত ও এককভাবে সকল বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা ও পর্যবেক্ষণ করা হবে।

 

তিনি বলেন, অনুষদের মেধাবী শিক্ষার্থিদের জন্য ডিন’স এওয়ার্ড দেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল’ এর মাধ্যমে ব্যক্তিগত পর্যালোচনা করে শিক্ষাক্ষেত্রের সকল অসুবিধা সনাক্ত করে তা দূরীভূত করার চেষ্টা করা হবে বলে জানান নতুন ডীন।#

 

 

লেখাপড়া২৪.কম/শেকৃবি/জাবের/আরএইচ

পছন্দের আরো পোস্ট