শাবির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীনবরণ

SUশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রকৌশল, সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ আগামী ১০ জানুয়ারি রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
নবীনবরণ অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ ব্যাপারে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা জানান, আগামী ১০ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যক্রম, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, শ্রেণীক্রম সর্বরাহ করা হবে।
একই দিনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের বিভাগীয় ওরিয়েন্টেশন ও ক্লাসের তারিখ জানিয়ে দেওয়া হবে। ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা।
Post MIddle
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০৫৪১
পছন্দের আরো পোস্ট