শাবি’র শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী সংসদের নির্বাচন-২০১৬ আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার বিকেলে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো: তাজ উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল সাড়ে ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জানান তিনি। নির্বাচন কমিশনার ড. মো: তাজ উদ্দিন জানান, চ’ড়ান্ত ভোটার তালিকা ৭ জানুয়ারি প্রকাশ করা হবে এবং মনোনয়ন পত্র বাছাই করা হবে ১১ জানুয়ারি।
এছাড়া প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ জানুয়ারি ও মনোয়ন পত্র প্রত্যাাহারের শেষ ১৩ জানুয়ারি নির্ধারন করা হয়েছে। মনোনয়ন পত্র কেউ প্রত্যাহার করতে চাইলে ১৩ তারিখের মধ্যে করতে হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ১৪ জানুয়ারি প্রকাশ করা হবে।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০৫৪২