বুধবার থেকে ইবির ক্লাস শুরু
শীতকালিন ছুটি শেষে রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসনিক কার্যক্রম শুরুর প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত। রবিবার প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও আগামী বুধবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এ এস এম আবদুল লতিফ জানান, শীতকালিন দীর্ঘ ছুটি শেষে রবিবার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ কয়েকদিনের ছুটি কাটিয়ে নতুন বছরের প্রথম অফিসে এসে সবাই পারস্পারিক কুশলাদি বিনিময়ের মধ্যেই সময় অতিবাহিত করেছে। তবে বিভিন্ন বিভাগে নতুন শিক্ষার্থীদের ভর্তির অসমাপ্ত কাজ এরই মধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।
রবিবার সরেজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ গুরুত্বপূর্ণ অফিস গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের সাভাবিক উপস্থিতি লক্ষ করা গেছে। এছাড়া বেলা সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সাথে সৌজন্য সাক্ষাত করেন বলে ভিসি অফিস নিশ্চিত করেছেন। পরে বেলা ১১টার দিকে প্রোভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমানের সাথেও তারা সাক্ষাত করেন বলেন জানা গেছে।
এদিকে রবিবার প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও আগামী ৫ জানুয়ারী আবাসিক হল খুলে দেয়া হবে। হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোছাইন বলেন-‘মঙ্গলবার (৫ জানুয়ারী) সকাল নয়টায় সকল আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি যথাসময়ে আমরা হল সমূহ খুলে দিতে পারবো।’
সার্বিক বিষয়ে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন-‘আমরা যথাসময়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করতে পেরেছি। সেই সাথে ঘোষিত সময়সূচী অনুযায়ী ক্লাস-পরীক্ষা শুরু হবে। ক্যাম্পাসে শিক্ষার সাভাবিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/এমএএ-০৫৩১