বগুড়ায় ঢাবি ও রাবিতে চান্সপ্রাপ্তদের স্বংবর্ধনা
বগুড়া জলেশ্বরীতলায় ইপিপি কোচিং সেন্টারের পক্ষ থেকে ২০১৫-১৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের রবিবার স্বংবর্ধনা দেওয়া হয়। এখানে প্রায় ৪০ জন শিক্ষার্থীকে স্বংবর্ধনা দেওয়া হয়।

স্বংবর্ধনা শেষে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকদের মনোরন্জনের জন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে আয়োজকরা।
এসময় উপস্থিত ছিলেন ইপিপি পরিচালক রবিউল ইসলাম, সহঃপরিচালক সাহিদ রহমান, আমন্ত্রিত রাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী দৈনিক ভোরের ডাক ও দৈনিক মুক্তবার্তা পত্রিকায় কর্মরত সাংবাদিক এস.এম.আল-আমিন সহ শতাধিক শিক্ষার্থী-অভিভাবক প্রমূখ।
লেখাপড়া২৪.কম/আল-আমিন/এমএএ-০৫৪৭